-0.2 C
Munich
Sunday, December 22, 2024

১৫ শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা জামায়াতের

জনপ্রিয় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করে ১৫ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর যাত্রাবাড়ী শনির আখড়া এলাকার বধূয়া কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ১৫ পরিবারের সদস্যদের দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় দলটির পক্ষ থেকে।

নিহত সেনা কর্মকর্তার পরিবারকে দেখতে গেলেন জামায়াত আমির

মতবিনিময় সভায় ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশকে গড়তে হলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ৫ আগস্ট দেশ ফ্যাসিবাদী সরকারের হাত থেকে পুনরায় স্বাধীন হয়েছে।

আরও পড়ুনঃ  দাদির জন্য খাটিয়া আনতে গিয়ে ৩ যুবকের মর্মান্তিক মৃত্যু

তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তে রঞ্জিত এ স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। এ দেশকে নিয়ে এখনো বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। সবাই ঐক্যবদ্ধভাবে যে কোনো কিছুর বিনিময়ে ওই চক্রান্ত রুখে দিতে হবে। তাই আমাদের আগামী দিনের এই দেশকে আদর্শ, কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

এর আগে ১৫টি শহীদ পরিবারে সব সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আন্দোলনের সেইদিনগুলোর বর্ণনা শোনেন। এ সময় পরিবারের সবাইকে সহযোগিতার কথা বলে শহীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা শাহজাহান খান, অ্যাডভোকেট আজাদ, মাওলানা বায়েজিদ, মিজানুর রহমান মালেক, মাহফুজুর রহমান, মাওলানা ইমাম হোসাইন, জুনায়েদ আহমেদ, সাফিউল আলম, মাওলানা মুজাহিদুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ  অপরাধ করলে রাজনৈতিক দল ১০ বছর নিষিদ্ধ

সর্বশেষ সংবাদ