1.3 C
Munich
Monday, December 23, 2024

যুবদল নেতাকে আটক করেছে সেনাবাহিনী

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবদলের বহিষ্কৃত নেতা নাসিম ফারুক খান মিঠুকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার রাত ১২ টার দিকে শহরের নিউ মার্কেট এলাকায় তার নিজস্ব বাসভবন থেকে তাকে আটক করা হয়।

তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার মৃত আব্দুস সোবহান খানের ছেলে ও সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

তিনি যুবদলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ২০১৬ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে তাকে বহিস্কার করা হয়। এছাড়া তিনি দীর্ঘদিন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে সেনা বাহিনীর একটি টিম তার বাড়িতে ঘন্টাব্যাপী অভিযান চালায়। পরে তাকে আটক করে সেনা ক্যাম্পে নিয়ে যায়। সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল আরিফুজ্জামান জানান, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুনঃ  বিএনপির সমাবেশে হাজির ছাত্রহত্যা মামলার আসামি আ.লীগ নেতা

সর্বশেষ সংবাদ