জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে গাঁজা সেবনের সময় দুই ছাত্রীকে আটক করেছে প্রক্টরিয়াল টিম। বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন লেকের পাড়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৬তম ব্যাচের এবং অন্যজন উদ্ভিদবিজ্ঞান বিভাগের একই ব্যাচের ছাত্রী।
প্রক্টরিয়াল টিমের সদস্যরা জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন লেকের পাড়ে প্রকাশ্যে মাদক সেবন করছিলেন ওই দুই ছাত্রী।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে প্রক্টর অফিসে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করলে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশেদুল আলম সাংবাদিকদের বলেন, ‘আপাতত তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ করলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।