সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী নেতারা। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানও দেশ ছেড়েছেন। কিছুদিন আগেই তাকে দেখা গিয়েছিল ভারতের নয়া দিল্লিতে। এবার তার দেখা মিলল সংযুক্ত আরব আমিরাতে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাতের একটি মার্কেটে হাঁটাহাঁটি করছেন। এ সময় তাকে আইসক্রিম খেতে দেখা গেছে।
ভিডিওটি শেয়ার করে শাহ জাহান শুভ নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, পাচার করা বাংলাদেশি টাকায় আমিরাত প্রায় দখল করে ফেলেছে এতিমেরা। পাচার করা অর্থে সংযুক্ত আরব আমিরাতে সম্পদ গড়েছেন শতশত বাংলাদেশি।
প্রসঙ্গত, সবশেষ ৩ আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় শামীম ওসমানকে। ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে পরদিন অর্থাৎ ৪ আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। ওই মিটিংয়ের পর আর দেখা যায়নি শামীম ওসমানকে।
এর আগে শামীম ওসমানকে গত ৬ সেপ্টেম্বর রাতে তাকে ভারতের নয়া দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে।