আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পিলখানায় বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার সকালে সচিবালয়ে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডে পূর্ণ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি প্রথম থেকেই বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতকরণে সোচ্চার ছিলাম। এখনো রয়েছি। এই বিষয়ে গত ২রা সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম বার ও ৪ঠা নভেম্বর বিজিবি সদর দপ্তর পরিদর্শনকালে দ্বিতীয়বার ঘোষণা করি সেটা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে।’
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেই নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক হিসেবে আমি শুরু থেকে বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার দাবি করে আসছি।’
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য, জনগণের অধিকার, সুশাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর বলে জানান তিনি।
অবশ্যই বিডিআর- এর ন্যাক্কার জনক হত্যা কান্ডের দৃষ্টান্ত মূলক উপযুক্ত বিচার হতেই হবে। সন্দেহাতীত ভাবে বিষয়টি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে ঘটেছিল। এ বিষয়ে শত প্রতিকূলতার বিপরীতে দৃঢ়তা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য মাননীয় উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম চৌধূরী সাহেবক আন্তরিক সাধুবাদ জানাচ্ছি।