বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় পথসভায় বক্তব্য রেখেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের
বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় পথসভায় বক্তব্য রেখেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘যারা এতদিন দালালি করেছেন, তারা সাবধান হয়ে যান। এদেশ নিয়ে ষড়যন্ত্র করে কোনও লাভ হবে না। ষড়যন্ত্র করলে দেশের ছাত্র-জনতা রুখে দেবে। আমরা দ্বিতীয়বার দেশকে স্বাধীন করেছি, তবে এখনও পুরোপুরি স্বাধীনতা পাইনি। আমাদের আরও একটি সংগ্রাম করতে হবে। সেটি হলো সব ধরনের জুলুম ও চাঁদাবাজমুক্ত একটি রাষ্ট্র গড়তে হবে; যেখানে সব ধর্মবর্ণ ও শ্রেণিপেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে।’
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জামায়াতের ময়নামতি শাখার আয়োজনে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘যারা আল্লাহকে ভয় পায় তারা দুনিয়ায় কাউকে ভয় পায় না। তারা দুনিয়ার কারও কাছে মাথানত করে না। তাই আমাদের আগে পরিবর্তন হতে হবে। নিজে পরিবর্তন হলে পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে। স্বৈরাচার পতনের পর বর্তমান সরকার দেশ পরিচালনার পাশাপাশি সংস্কারকাজ করছে। আমরা বলেছি, সবার আগে নির্বাচন ব্যবস্থার সব কাঠামো পরিবর্তন করতে হবে। জনগণই সকল ক্ষমতার উৎস সংবিধান থেকে এটি পরিবর্তন করতে হবে। তার স্থলে সকল ক্ষমতার উৎস আল্লাহ অন্তর্ভুক্ত করতে হবে। কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। একইসঙ্গে বর্তমান সরকারকে দ্রুত সংস্কারকাজ শেষ করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’
উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আবুল হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।