1.9 C
Munich
Sunday, December 22, 2024

নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে সাকিবের স্ট্যাটাস

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান ভক্তদের প্রতি গভীর ভালোবাসা জানিয়ে বিদায়ের ঘোষণা দিয়েছেন। ক্রিকেটে তার অসামান্য অবদানের কথা উল্লেখ করে সাকিব বলেন, ‘দেশের মানুষের ভালোবাসা ও দোয়া আমাকে বিশ্বমঞ্চে সাকিব আল হাসান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’ সেই সঙ্গে সাকিব বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনে নিজের নীরবতা ও রাজনৈতিক অবস্থান নিয়েও ব্যাখা দিয়েছেন।

বিশ্ব ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি তার সংক্ষিপ্ত রাজনৈতিক জীবনের কথা তুলে ধরেছেন। ফেসবুকে এক আবেগঘন বার্তায় সাকিব জানান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য হিসেবে তার সম্পৃক্ততা মূলত নিজের জন্মস্থান মাগুরার উন্নয়নে অবদান রাখার ইচ্ছা থেকে শুরু হয়েছিল। তিনি বলেন, আমি খুবই স্বল্প সময়ের জন্য সংসদ সদস্য ছিলাম এবং তিনি আরও ব্যাখ্যা করেন স্থানীয় উন্নয়নে সরাসরি ভূমিকা রাখার সুযোগ তাকে রাজনীতিতে আগ্রহী করেছিল।

আরও পড়ুনঃ  মিরসরাইয়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত

সাকিব উল্লেখ করেন, বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক পদ ছাড়া নিজের এলাকার উন্নয়নে কাজ করা অনেক কঠিন। আমাদের দেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোনো দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখা একটু কঠিন।

তবে, সাকিব তার পরিচয়ের মূলে এখনো একজন ক্রিকেটার হিসেবেই নিজেকে দেখেন। তিনি বলেন, আমি যেখানে যেমনই থাকি না কেন, আমার অন্তরে সবসময় ক্রিকেটকে ধারণ করেছি এবং এভাবেই ক্রিকেটের প্রতি তার নিবেদনকে পুনর্ব্যক্ত করেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার প্রস্তুতি নেওয়া সাকিব তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা শেয়ার করলেও, তার বক্তব্যে স্পষ্ট, তার অন্তরে ক্রিকেট এবং মাগুরার উন্নয়নের প্রতি দায়বদ্ধতা সমানভাবে জায়গা করে নিয়েছে।

সর্বশেষ সংবাদ