1.7 C
Munich
Monday, December 23, 2024

ট্রান্সজেন্ডাররা মার্কিন কংগ্রেস ভবনে নারীদের টয়লেট ব্যবহার করতে পারবে না

জনপ্রিয় সংবাদ

ক্যাপিটল হিল বা যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে নারীদের জন্য নির্ধারিত শৌচাগার টয়লেট ব্যবহার করতে পারবেন না ট্রান্সজেন্ডাররা। বৃহস্পতিবার (২২ নভেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, এই নিয়ম চেঞ্জিং রুম এবং লকার রুমের ক্ষেত্রেও প্রযোজ্য। নারীদের জন্য নির্ধারিত পরিসরে শুধু নারীদের অধিকার থাকা উচিত বলেও মন্তব্য করেন লুইজিয়ানার এই রিপাবলিকান প্রতিনিধি।

তিনি আরও বলেন, কংগ্রেসকে আগে কখনো এমন সমস্যায় পড়তে হয়নি। বিষয়টি সদস্যদের ঐকমত্যের ভিত্তিতে বিবেচনা করা হবে।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের একমাত্র ট্রান্সজেন্ডার সদস্য সারা ম্যাকব্রাইড। ডেলাওয়ার অঙ্গরাজ্য থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট প্রার্থী আর ছয় সপ্তাহ পর শপথ নিতে যাচ্ছেন। মূলত, তাকে নিয়েই এই নতুন নিয়ম করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রতিরোধ যোদ্ধাদের নতুন হাইকমান্ড, দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি

জনসনের বিবৃতির পর ম্যাকব্রাইড জবাবে বলেছেন, “আমি এখানে বাথরুম নিয়ে লড়াই করতে আসিনি। আমি এখানে ডেলাওয়ারের জনগণের জন্য লড়াই করতে এসেছি। অন্য সকল সদস্যের মতো, আমি স্পিকার জনসন দ্বারা বর্ণিত নিয়মগুলি অনুসরণ করবো, এমনকি আমি তাদের সাথে একমত না হলেও।”

সর্বশেষ সংবাদ