শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সাঘাটা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ছয়জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঘুড়িদহ ইউনিয়নের সরদারপাড়া এলাকায় একটি ইসলামি জলসার আয়োজন করে বিএনপি। যেখানে গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে প্রধান অতিথি হিসেবে রাখা হয়। এ অনুষ্ঠানটি আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে জামায়াত সমর্থিত আব্দুল আজিজ একই এলাকায় আরেকটি ইসলামি জলসার আয়োজন করেন ২৬ ডিসেম্বর। ওই জলসাতেও নাহিদুজ্জামান নিশাদকে প্রধান অতিথি করা হলেও স্থানীয় বিএনপি নেতাদের নাম সেখানে উল্লেখ করা হয়নি। এ ঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
প্রথমে শুক্রবার দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে সাঘাটা বাজারে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে। এতে বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ, সাঘাটা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাকিরুল ইসলাম এবং ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনিসুর রহমানসহ ছয়জন আহত হন। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকে সাতজন আহত হন।
এ ব্যাপারে বিএনপি ও জামায়াতের কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হওয়ার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।