যশোরে আত্মসমর্পণকারী আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর পক্ষে আদালতে আইনি লড়াইয়ে অংশ নেয়া আইনজীবী সৈয়দ কবীর হোসেন জনিকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর শহর থেকে তাকে আটক করা হয়। অ্যাডভোকেট জনি যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।
যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ দেব্রবত হরি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জনিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বর্তমান সময়ে নানা ধরনের নাশকতা কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
রোববার যশোর যশোর আদালতে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মী আত্মসমর্পণ করেন। এদের মধ্যে সদর উপজেলার ২০ জন ও অভয়নগর উপজেলার ১০৫ জনকে জামিন না মঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এসব নেতাকর্মীদের আইনজীবী ছিলেন সৈয়দ কবীর হোসেন জনি। তিনি রোববার দুপুরে আদালত প্রাঙ্গণে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। এর জেরে তাকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন জনির পারিবার।
উল্লেখ্য, এদিন আত্মসমর্পণকারী আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে আদালত থেকে কারাগারের নেয়ার উদ্দেশ্যে প্রিজনভ্যানে ওঠানোর সময় আদালত চত্বরে বিক্ষোভ করেন এসব নেতাকর্মীরা। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার অনুকুলে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন।