1.7 C
Munich
Monday, December 23, 2024

সাইবার মামলায় নায়েক সজিব ও কনস্টেবল শোয়াইবুর গ্রেপ্তার

জনপ্রিয় সংবাদ

রাজধানী ঢাকার শাহজাহানপুর থানায় দায়েরকৃত সাইবার নিরাপত্তা আইনের মামলায় এজাহারনামীয় আসামি নায়েক সজিব সরকার ও কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খায়রুল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করে পারস্পরিক যোগসাজশে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ও ঘৃণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ জনসাধারণের প্রতি সেবাদান বাধাগ্রস্ত করতে উসকানিমূলক মন্তব্য ও বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে শাহজাহানপুর থানায় সাইবার নিরাপত্তা আইনে রুজুকৃত মামলার এজাহার নামীয় আসামি (১) নায়েক সজিব সরকার ও (২) কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায় কনস্টেবল শোয়াইবুর রহমানসহ আরও কিছু পুলিশ সদস্য বিগত সরকারের আজ্ঞাবহ কর্মকর্তাদের ইন্ধনে পুলিশ বাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

আরও পড়ুনঃ  সবই হয়েছে শুধু শেখ হাসিনার রাগ-একগুঁয়েমির কারণে: রিমান্ডে আনিসুল

এদিকে তাদের গ্রেপ্তারের পর সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তোলা হয়। দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে পুলিশ আবেদন করে। আবেদনে বলা হয়, আসামি সজিব সরকার ও শোয়াইবুর রহমান ফেসবুক ব্যবহার করে বিভিন্ন শ্রেণি ও সম্প্রদায়ের মধ্যে ঘৃণা, শত্রুতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছেন।

তারা জনসাধারণের সেবা বাধাগ্রস্ত ও বিনষ্টের জন্য উসকানিমূলক বিভিন্ন বার্তা পোস্ট করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ছড়ানোর মূল হোতাকে খুঁজে বের করতে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

তবে আসামিপক্ষ থেকে তাদের রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করা হয়। আসামিপক্ষ থেকে বলা হয়, সামাজিকভাবে তাদের হেয়প্রতিপন্ন করার জন্য গ্রেপ্তার হয়েছে।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে সজিব সরকার ও শোয়াইবুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুনঃ  পুলিশে আবারও বড় রদবদল

সর্বশেষ সংবাদ