0.1 C
Munich
Monday, December 23, 2024

ড. ইউনূস-বাইডেন বৈঠক নিয়ে যা জানিয়েছে হোয়াইট হাউস

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর পরপরই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তর হোয়াইট হাউস থেকে বৈঠকের বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এর পর হোয়াইট হাউস থেকে বৈঠকের বিষয়ে ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণকে অভিনন্দন জানাতে প্রেসিডেন্ট জো বাইডেন ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উভয় নেতা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন, যার ভিত্তি অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং উভয় দেশের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন। প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন এবং বাংলাদেশের নতুন সংস্কার এজেন্ডা বাস্তবায়নে অব্যাহত মার্কিন সমর্থনের কথা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ভারতীয় মিডিয়ার দাবি, সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ

বৈঠকের পর, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি-সংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক আর্টবুক উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে।

ট্যাগ: জাতিসংঘজো বাইডেনড. ইউনূসহোয়াইট হাউস
মারা গেছেন আনজুমান ট্রাস্টের সহ-সভাপতি আলহাজ্ব মো. মহসিন
চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন ৯:৪৩ পূর্বাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৪

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বহু শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের (আনজুমান ট্রাস্ট নামে পরিচিত) সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. মহসিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আলহাজ্ব মোহাম্মদ মহসিন সাহেব এমন এক গুণীজন যার পুরো জীবনই ছিল শিক্ষা বিস্তারে নিবেদিত। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তার পৃষ্ঠপোষকতায় বহু প্রতিষ্ঠান, এতিমখানা, মাদ্রাসা, ও দাত্তব্য প্রতিষ্ঠান পরিচালিত ও প্রতিষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  জনপ্রিয় টিকটকার গ্রেফতার

করোনাকালীন সময়ে তার সাহসী পদক্ষেপে হাজার হাজার মানুষের চিকিৎসা, দাফন-কাফন, অক্সিজেন সেবা, এম্বুলেন্স সেবা প্রদান করা হয়েছে।

সর্বশেষ সংবাদ