-0.2 C
Munich
Monday, December 23, 2024

ময়মনসিংহে আবাসিক হোটেল থেকে নারীসহ ৩১ জন আটক

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৭ নারী ও ১৪ জন পুরুষসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে নগরীর আমির হোটেল, খান হোটেল, আশা হোটেল, খাজা হোটেল, হাফেজিয়া হোটেল, রূপমহল, শরীফ ও মর্ডান হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার ওসি মো. শহিদুল ইসলাম জানান, নগরীর বিভিন্ন রিসোর্ট যেমন সিলভার ক্যাসেল, চরপাড়া ও বাইপাস এলাকার বিভিন্ন হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। এমন অভিযোগ পেয়ে এসব হোটেল ও রিসোর্টের মালিকদের সতর্ক করা হচ্ছে। তারপরও চলছিল এসব কার্যকলাপ। এরই পরিপ্রেক্ষিতে রাতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৭ নারী ও ১৪ জন পুরুষকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বেগমগঞ্জে জামায়াতে যোগ দেওয়া ছাত্রদল নেতাকে গুলি

সর্বশেষ সংবাদ