-0.2 C
Munich
Monday, December 23, 2024

এবার হিজবুল্লাহর রকেট হামলায় কাঁপল ইসরাইল!

জনপ্রিয় সংবাদ

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (৪ অক্টোবর) সকালে ইসরাইলের হাইফা শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

টেলিগ্রামে হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানিজ ও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার জবাবে স্থানীয় সময় সকাল ৭টায় এই হামলা চালানো হয়।

এদিকে, লেবাননে নতুন করে ইসরাইলি বিমান হামলার মধ্যেই বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরাইলি হামলার রাতে হঠাৎ বড় বিস্ফোরণ হয়। এর লক্ষ্য স্পষ্ট নয়। তবে ওই বিমানবন্দরটি দাহেহ এলাকার সীমানায়, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে।

আরও পড়ুনঃ  তেল আবিবে গুলিতে আট ইসরাইলি নিহত, গুরুতর আহত ২০

ইসরাইলি সামরিক বাহিনী এ হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে তাদের পক্ষে জানানো হয়েছে, সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে। অন্যদিকে হিজবুল্লাহ বলছে, তারা সীমান্তের উভয় পাশে ইসরাইলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে।

এর আগে, স্থল অভিযান শুরুর তৃতীয় দিনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) মাত্র কয়েক ঘণ্টার মধ্যে লেবাননে দুটি বড় হামলা হয়। গেল ২৪ ঘন্টায় হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত দেড় শতাধিক। পাল্টা হামলায় ১৭ ইসরাইলি সেনা নিহতের দাবি করেছে হিজবুল্লাহ।

সর্বশেষ সংবাদ