0.2 C
Munich
Monday, December 23, 2024

হতাহত ইসরায়েলি সেনাদের সরানো হলো হেলিকপ্টারে

জনপ্রিয় সংবাদ

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র প্রতিরোধে বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলের সেনারা। গতকাল (বৃহস্পতিবার) ইসরায়েলের গোলানি সামরিক ব্রিগেডকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা বড় রকমের হামলা চালায় এবং সেখানে বহু সেনা হতাহত হয়েছে। এসব সেনাকে হেলিকপ্টারে করে সরিয়ে নেয় ইসরায়েল।

তুরস্কভিত্তিক টেলিভিশন চ্যানেল টিআরটি ওয়ার্ড এর শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, হতাহত ইসরায়েলি সেনাদেরকে অন্তত দুটি হেলিকপ্টারে তোলা হচ্ছে। এসময় আশপাশে বেশকিছু সামরিক যানও দেখা যায়।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের মারুন আল-রাসের কাছে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের একটি দলের বিরুদ্ধে শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। পরে হতাহত সেনাদের উদ্ধারে ওই এলাকায় হেলিকপ্টার পাঠানো হয়েছে।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দক্ষিণ লেবাননে মোতায়েন গোলানি ব্রিগেডের কমান্ডারদের বিরুদ্ধে তৃতীয় দফা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। সূত্র জানায়, গোলানি ইউনিটকে ঘিরে উল্লেখযোগ্য এ ঘটনাটি স্থানীয় সময় দুপুরের দিকে ঘটে।

আরও পড়ুনঃ  এবার মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ লেবাননে দখলদার সেনারা আক্রমণ শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত ১৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে কয়েকজন অফিসারও রয়েছে।

গতকাল ভোর থেকে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ লেবাননের একাধিক ফ্রন্টে অগ্রসর হওয়ার জন্য ইসরায়েলি এলিট বাহিনীর প্রতিটি প্রচেষ্টাকে প্রতিহত করেছে। এ সময় ইসরায়েলি সেনাদের সামরিক সরঞ্জাম এবং কর্মীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দক্ষিণ লেবাননের যেখানে শত্রু সেনারা জড়ো হচ্ছে সেখানে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা। এছাড়া, যেসব ইসরায়েলি সেনা সীমানা লাইন অতিক্রম করার চেষ্টা করছে তাদের কামানের গোলা ও রকেট দিয়ে প্রতিহত করা হচ্ছে।

হিজবুল্লাহর গুণগত-হিসেবি হামলা এখন পর্যন্ত লেবাননের ভূখণ্ডের দিকে ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রেখেছে।

আরও পড়ুনঃ  ভারত হাসিনাকে ফেরত না পাঠালে আইসিসির সহযোগিতা নিতে পারবে বাংলাদেশ

সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ