-0.2 C
Munich
Monday, December 23, 2024

প্রাইভেটকার খালে পড়ে ৮ জন নিহত

জনপ্রিয় সংবাদ

পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের নুরানী গেট এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পরে আটজন নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের ভেতর থেকে আটটি মৃতদেহ উদ্ধার করে।

প্রাইভেটকারটি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পিরোজপুরের নাজিরপুর হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। নিহতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও চার শিশু রয়েছে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)। এ পরিবারটির বসবাস ছিল শেরপুর জেলার খোলআচার পাড়ায়। এছাড়া নিহত শাওনের এক স্বজন বাকি চারজনের পরিচয় নিশ্চিত করেছেন। তারা হচ্ছেন শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম, ছেলে আবদুল (৩) ও অপর ছেলে শাহাদাৎ (১০)। এই চারজনের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায়।

আরও পড়ুনঃ  গরুর বদলে ঠাকুরগাঁও সীমান্ত এখন মানবপাচারের হটস্পট

পুলিশ জানায়, মৃতদেহগুলো পিরোজপুর সদর হাসপাতালে রাখা হয়েছে।

মুরাদ নামে নিহত শাওনের এক স্বজন জানিয়েছেন, শাওন নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়ায় তার গ্রামের বাড়িতে দেখা করে ঢাকায় যাওয়ার জন্য এ পথে আসেন।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান জানান, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে আটজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মোতালেব নামে একজনের সাথে থাকা আইডি কার্ড থেকে তার পরিচয় পাওয়া গেছে। নিহত মোতালেব সেনাবাহিনীর সিভিল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ সংবাদ