1.7 C
Munich
Monday, December 23, 2024

পূজামণ্ডপের চাল আত্মসাতের অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের আনোয়ারায় পূজামণ্ডপের নামে সরকারি বরাদ্দ চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সদর ইউনিয়নের বোয়ালগাঁও এলাকার মেঘলেন মিত্রের বিরুদ্ধে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে বিবেক মিত্র নামে স্থানীয় এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ অভিযোগ করেন।

অভিযোগে বিবেক মিত্র উল্লেখ করেন, প্রতি বছর আনোয়ারা সদর ইউনিয়নের বোয়ালাঁও গ্রামে তাদের নিজ বাড়িতে একটি মণ্ডপে পূজা হয়। এ জন্য সরকারি বরাদ্দকৃত চাল ও টাকা তারা পান। এ বছর মেঘলেন মিত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ডের পূজা উদযাপন পরিষদের সভাপতি হলে তাদের মণ্ডপের বরাদ্দ বাতিল করে নিজ বাড়ির পাশে আনন্দ মার্গো স্কুলের নামে পূজামণ্ডপ দেখিয়ে সরকারি বরাদ্দের চাল রেখে দেন। অথচ এ নামে কোনো পূজামণ্ডপ নেই।

আরও পড়ুনঃ  দুর্নীতির টাকায় ব্যাংক বানিয়েছেন আনিসুল

তবে অভিযোগ অস্বীকার করে মেঘলেন মিত্র বলেন, বিবেক মিত্রের পূজামণ্ডপে বঙ্গবন্ধুর নাম থাকায় আমি বাতিল করেছি। আনন্দ মার্গো স্কুলে ঘট পূজা হচ্ছে, ওই বরাদ্দ আমি সেখানে দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ