2.6 C
Munich
Monday, December 9, 2024

যাদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

জনপ্রিয় সংবাদ

বিচারিক প্রক্রিয়ায় বিশ্বের যেসব দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার মধ্যে অন্যতম সৌদি আরব। দেশটির কঠোর আইনে প্রায়ই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে। চলতি বছরে তারা শতাধিক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

রোববার (১৭ নভেম্বর) এএফপির বরাতে মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এএফপির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ১০০ জনের বেশি বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব।

শনিবার সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানায়, মাদক চোরাচালানের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় একজন ইয়েমেনির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এএফপির তথ্যানুসারে, এ নিয়ে ২০২৪ সালে এ পর্যন্ত ১০১ জন বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যা ২০২২ ও ২০২৩ সালের তুলনায় প্রায় তিনগুণ।

আরও পড়ুনঃ  চাল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

বার্লিনভিত্তিক ইউরোপীয়-সৌদি অরগানাইজেশন ফর হিউম্যান রাইটসের (ইএসওএইচআর) আইনি পরিচালক তাহা আল-হাজি বলেন, এটি এক বছরে সর্বোচ্চসংখ্যক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। এক বছরে দেশটি আগে কখনও ১০০ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেনি।

এএফপি জানিয়েছে, এ বছর পাকিস্তানের ২১ জন, ইয়েমেনের ২০ জন, সিরিয়ার ১৪ জন, নাইজেরিয়া থেকে ১০ জন, মিশরের ৯জন, জর্ডানের আটজন এবং ইথিওপিয়ার সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। এ ছাড়া মৃত্যুদণ্ড কার্যকর করা বিদেশিদের মধ্যে সুদান, ভারত ও আফগানিস্তানের তিনজন এবং শ্রীলঙ্কা, ইরিত্রিয়া ও ফিলিপাইনের একজন করে ছিলেন।

২০২২ সালে সৌদি আরব মাদক অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার ওপর তিন বছরের স্থগিতাদেশ বাতিল করে। এ ছাড়া চলতি বছরে এ সংক্রান্ত মৃত্যুদণ্ড কার্যকরের হার বাড়িয়েছে। দেশটিতে এ বছর মাদক-সম্পর্কিত অপরাধের জন্য ৯২টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আরও পড়ুনঃ  হিজবুল্লাহর হামলায় ৭০ ইসরাইলি সেনা নিহত ও ২৮ ট্যাংক ধ্বংস

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিন সালমানের শাসনামলে ২০১৭ সালের ২১ জুন থেকে ২০২৪ সালের ৯ অক্টোবর পর্যন্ত অন্তত এক হাজার ১১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ