0.1 C
Munich
Monday, December 23, 2024

ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

জনপ্রিয় সংবাদ

অবৈধভাবে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে বিজিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) রাতে যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যার অভিযোগে গাজীপুর ও রাজধানীর উত্তরা থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি
কিরণ। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেও পাঁচবার নির্বাচিত হয়েছেন।

২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ। এর আগেও ২০১৩ সালের প্রথম সিটি নির্বাচনের পর অধ্যাপক এমএ মান্নান কারাগারে থাকাকালীন আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সর্বশেষ সংবাদ