২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারী।বিডিআর বিদ্রোহ নিয়ে পুরো দেশ যুদ্ধংদেহী।পিলখানায় শীর্ষ কর্মকর্তাদের হত্যার মধ্য দিয়ে বাঙ্গালি জাতির শিরদাঁড়ায় হিম শিহরণ বয়ে যেতে থাকে।
তার চেয়ে নিজে বেশি নিরাপত্তাহীনতা মনে করতে থাকেন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেনাবাহিনীর ওপর তিনি ভরসা করতে পারছিলেন না ফলে ফোন করেন ভারতকে।ফোনে কথা বলেন তখনকার অর্থমন্ত্রী প্রণব মুর্খাজীর সাথে।
পরিস্থিতি জেনে বাংলাদেশে সামরিক অভিযান পরিচালনার জন্য পুরোপুরো প্রস্তুতি নেয় ভারত।প্রস্তুত রাখে সেনাবাহিনী ও যুদ্ধ বিমান।তিনদিক থেকে বাংলাদেশে অভিযান চালানোর রোডম্যাপ হয়।অপেক্ষা শুধু নির্দেশের।নির্দেশ পেলেই বাংলাদেশে নেমে পড়ত ভারতের প্যারাট্রুপার।
কিন্তু এমনটি হয়নি শেষ পর্যন্ত।কারণ ভারতের ভয় ছিল।সামরিক অভিযান চালালে তখনকার বিভক্ত সেনাবাহিনী ভিন্ন অবস্থান নিতে পারতো।হত্যা করা হতে পারতো স্বৈরাচার শেখ হাসিনাকে অথবা তার বিরুদ্ধে অভ্যুত্থান ও হতে পারতো।