1.7 C
Munich
Monday, December 23, 2024

হঠাৎ করে যে কারণে ভারত ছাড়তে হচ্ছে শেখ হাসিনাকে

জনপ্রিয় সংবাদ

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পশ্চিমা কয়েকটি দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও তারা তাকে নিতে রাজি হয়নি। এরপর বাধ্য হয়ে ভারতেই অবস্থান করছেন তিনি।

ইতিমধ্যে তার লাল পাসপোর্ট বাতিল করেছে অন্তর্র্বতী সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন। তবে ২ মাস ধরে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। বিষয়টি ভারতের পক্ষ থেকেও খোলাসা করা হয়নি।

নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে, সর্বশেষ খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন? জবাবে ভারত নাকি বলেছে, শেখ হাসিনা স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন। বাংলাদেশের অন্তর্র্বতী সরকারকেও নাকি এই খবর জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে অর্থ উপদেষ্টা ও গভর্নরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সর্বশেষ সংবাদ