0.1 C
Munich
Monday, December 23, 2024

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা আটক

জনপ্রিয় সংবাদ

ভারতে যাওয়ার সময় কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

একই দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা বিবিরবাজার সংলগ্ন সীমান্ত এলাকা হতে দুপুর ১২টায় এম এম শাহাবুদ্দিন মোল্লা (৬৫) নামে এক বাংলাদেশি নাগরিক সন্দেহজনকভাবে চলাফেরা করায় তাকে বিজিবি কর্তৃক আটক করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। বাংলাদেশ হতে ভারতে যাওয়ার উদ্দেশে তিনি উক্ত এলাকায় আগমন করেছিলেন বলে ধারণা করা হয়।

আরও পড়ুনঃ  নতুন ডিসিদের কর্মস্থলে যেতে বারণ করল মন্ত্রিপরিষদ বিভাগ

সর্বশেষ সংবাদ