0.1 C
Munich
Monday, December 23, 2024

জামায়াতের আমীরের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার রাজধানীর মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস এবং মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান উপস্থিত ছিলেন।

এসময় দলটির নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন বলে এক বিবৃতিতে জানানো হয়। এতে বলা হয়, মতবিনিময়কালে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন। জামায়াতের উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা জানতে চান। জামায়াতের আমীর সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।

আরও পড়ুনঃ  এবার ছাত্রলীগের বিবৃতি প্রচার নিষিদ্ধ

জামায়াতে ইসলামী একটা আন্তর্জাতিক মান সম্পন্ন বিশ্ব সম্প্রদায় কর্তৃক গ্রহনযোগ্য প্রগতিশীল বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞোচিত ইসলামী দেশ গঠনে সক্ষমতার দ্বারপ্রান্তে। জাতিসংঘের বিজ্ঞজনদের জামায়াত নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত সহ বিশ্ব নেতৃবৃন্দ ধারাবাহিক ভাবে জামায়াতে ইসলামীর সাথে একে একে পারস্পরিক মিলিত হওয়াই তার প্রমান। জামায়াতে ইসলামী আধূনিক সমাজ দেশ এবং বিশ্ব ব্যবস্থার সাথে সমান্তরাল গতি স্রোতের উপযোগী একটি বুনিয়াদি ইসলামিক দেশ গঠনে পরিপূর্ণ ভাবে সক্ষম। সত্য সাম্য ন্যায় মানবতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় দৃপ্ত শপথবদ্ধ একদল বিচক্ষন বিজ্ঞজন দ্বারা পরিচালিত সংগঠন।আল্লাহ জামায়াতের এই অগ্রযাত্রায় সর্বদা সহায় হউন। আমীন।

সর্বশেষ সংবাদ