4.7 C
Munich
Sunday, November 10, 2024

উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রপতির মিথ্যা ও বানোয়াট ফোনালাপ প্রচার, যুবক গ্রেপ্তার

জনপ্রিয় সংবাদ

বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মিথ্যা ও বানোয়াট ফোনালাপ তৈরি করে প্রচারের অভিযোগে নাফিস ফুয়াদ ঈশান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) ভোরে রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তার নাফিস গত ১৬ আগস্ট নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত অন্তর্বর্তী সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকারের অংশবিশেষ কপি করে রাষ্ট্রপতির সঙ্গে একটি মিথ্যা ও বানোয়াট ফোনালাপ তৈরি করে। পরে জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ওই ভিডিওটি গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নিজের পরিচালিত কোয়ালিটি টিভি নামের ইউটিউব চ্যানেলে প্রচার করে।

আরও পড়ুনঃ  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে দুই ছাত্রী আটক

ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাফিস জানায়, সে কোয়ালিটি টিভি নামের অনলাইনভিত্তিক একটি ইউটিউব চ্যানেলের অ্যাডমিন। একইসঙ্গে কেস টিভি নামের ফেসবুক পেইজেরও অ্যাডমিন নাফিস।

এরমধ্যে নিজের পরিচালিত কোয়ালিটি টিভি নামের ইউটিউব চ্যানেলের মাধ্যমে নাফিস দীর্ঘদিন ধরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে আসছিল। এ ঘটনায় গ্রেপ্তার নাফিসের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সংবাদ