0.2 C
Munich
Monday, December 23, 2024

অবশেষে দেখা মিলল সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও ডিএমপি

জনপ্রিয় সংবাদ

অবশেষে দেখা মিলল ডিএমপি কমিশনার গোলাম ফারুক এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের। তবে বাংলাদেশের কোথাও না ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দেখা গেছে তাদের।

সম্প্রতি কলকাতার এক্সিস মলে দেখা গেছে সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে। তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।

অপরদিকে কানাডায় সম্পদ ও অর্থ পাচার থেকে শুরু করে দেশে মাদক সিন্ডিকেট চালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে। তাকেও পশ্চিমবঙ্গের কলকাতার শপিংমলে দেখা গেছে বলে সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরই মাধ্যমে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কয়েকজন মন্ত্রী-এমপি, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাসহ গা-ঢাকা দেন বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই। তাদের মধ্যে কয়েকজন দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে গেছেন।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীকে যে নির্দেশ দিয়েছিলেন বাইডেন

সর্বশেষ সংবাদ